ঋণ খেলাপিদের সম্পত্তি নিলামের জন্য অনলাইন নিলাম ব্যবস্থা চালু হলো

খবর ঘন্টায়  ঘন্টা য়  ওয়েবডেস্ক  : ঋণ খেলাপিদের বাজেয়াপ্ত করা সম্পত্তিঅনলাইনে  নিলাম  করতে ই -বিক্রয়  নামে  পোর্টাল  চালু করার  কথা  ঘোষণা  করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমোন । তিনি  জানান গত তিন বছর ধরে ৩৫ হাজারটি সম্পত্তি  বাজেয়াপ্ত করেছে রাষ্ট্রায়াত্ত  ব্যাঙ্ক । যার মূল বাজার মূল্য ২.৩ লক্ষ  কোটি টাকা । তিনি জানান এই উদ্যোগ  সম্পত্তি বিক্রির ক্ষেত্রে স্বচ্ছতা  আনবে ।