মন্ত্রী ঘোষ্ঠী তৈরী করা হলো বিএসএনএল এবং এমটিএনএলের জন্য

 

খবর  ঘন্টায়  ঘন্টা য়  ওয়েবডেস্ক  :  গত  অক্টোবর মাসে   দুটি  রাস্ট্রয়াব  সংস্থা বিএসএনএল  এবং এমটিএনএলের   পুনরুজ্জীবনের  জন্য  সরকার  ৬৯,০০০ কোটি টাকার প্রকল্প  ঘোষণা  করেছিল । সেই প্রকল্প যাতে দ্রুত সম্পন্ন করা যায় তার দেখভালের জন্য  একটি মন্ত্রী ঘোষ্ঠী  ঘোষণা  করলো কেন্দ্রীয় সরকার । এই প্রকল্পের মধ্যে আছে কর্মী  ও  আধিকারিকদের স্বেচ্ছা  অবসর ,৪জি স্পেক্ট্রাম  বন্টন ,বন্ড  ছেড়ে মার্কেট থেকে টাকা  উদবৃত্ত  সম্পত্তি একাংশ বিক্রি প্রভৃতি ।