স্বামী বিবেকানন্দ

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : ঊনবিংশ  শতাব্দীর  ভারতীয় হিন্দু সন্ন্যাসী ,দার্শনিক ,লেখক ,সংগীতজ্ঞ  তথা রামকৃষ্ণ  পরমহংশ  দেবের পরম  শিষ্য  ছিলেন তিনি । পূর্বাশ্রমে  তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত । তিনি জন্মেছিলেন  ১২ ই  জানুয়ারী ১৮৬৩ সালে  কলকাতার শিমলা  স্ট্রিটে । তার  মাতার  নাম ছিল  ভুবনেশ্বরী দেবী । তার  পিতার  নাম ছিল বিশ্বনাথ দত্ত । তিনি জন্মেছিলেন  ৩ গৌড়মোহন  মুখ্যোপাধ্যায় স্ট্রিট শিমলা  উত্তর  কলকাতা । বর্তমানে এটি একটি সংগ্রহশালা (সরকার অধিগৃহীত ) এবং  সাংস্কৃতিক কেন্দ্র ।