মোদী মমতা বৈঠক হলো রাজভবনে

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  আজ নরেন্দ্র  মোদির  কলকাতা  বিমানবন্দরে  আগমন হয়  বিকেল  ৪ টা  নাগাদ । তারপরে হেলিকপ্টারে  রেস  কোর্স  হয়ে তিনি রাজভবনে ঢোকেন ।প্রধান মন্ত্রীকে  অভ্যর্থনা  জানাতে সেইখানে  উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী  এবং রাজ্যপাল । তার পরে  মুখ্যমন্ত্রীর সাথে তার ৩০ মিনিট  রুদ্ধদ্বার বৈঠক হয় । ওই  বৈঠক নিয়ে  প্রশ্ন  তুলেছে কংগ্রেস ,সিপিএম  সহ  বিরোধীরা । বৈঠক থেকে বেরিয়ে এসে  মুখ্যমন্ত্রী বলেন আমার সাংবিধানিক দায়িত্ব তাকে স্বাগত জানানো  আর  আমি সেটা পালন করেছি । কেন্দ্রের  কাছে আমি  আমার ৩৫ হাজার কোটি টাকার  পাওনার কথা বলেছি ।