বেলুড়মঠে যুব উৎসবে মোদী

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :গতকাল  প্রধানমন্ত্রী  নরেন্দ্র  মোদী  বেলুড়মঠে  এসেছিলেন মহারাজ  দেড় সঙ্গে সাখ্যাৎকার এবং আশীর্বাদ নিতে । আজ  বিবেকানন্দের  জন্মদিন  উপলক্ষে বেলুড়মঠের  ছাত্র  ও যুবদের উদ্দেশ্যে  ভাষণ দিতে গিয়ে নরেন্দ্র মোদী বলেন  “নাগরিকত্বের মাধ্যমে  কাউকেই  দেশছাড়া  হতে  হবে  না । নাগরিকত্ব আসলে  দেশের সাধারণ নাগরিকদের আশ্রয় দেবে,তাদের নিশ্চিন্তে দেশে থাকার ব্যবস্থা করবে । পাকিস্তান গঠনের সময় অনেকেই ধর্মীয় হিংসার স্বীকার  হয়ে এই দেশে এসেছিলেন  তাদের  কোনো মোটেই তিনি আবার সেই হিংসার দেশে ফেরাতে পারেন না ,দেশপ্রধান হিসাবে  তার দায়িত্ব শরণার্থীদের মৃত্যুর মুখ থেকে বাঁচানো ।