খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিট নাগাদ মহারাষ্ট্রের পালঘরের বেইসার শিল্পতালুক এলাকাতে আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে একটি রাসায়নিক কারখানা তে বিস্ফোরণের ফলে । এর পরেই কারখানাতে আগুন ধরে যায় উদ্ধার কার্যে নামেন জাতীয় বিপর্যয় দফতর এবং দমকল জখম ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । জানা গিয়েছে কারখানার বয়লারে চাপের পরিবর্তনের ফলে বিস্ফোরণটি ঘটে ,ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ৫ জনের মৃত দের জন্য ৫ লক্ষ্য টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ।