এনজিপি তে শুভ উদ্বোধন হলো বৈদ্যুতিক ইঞ্জিন টানা ট্রেনের

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : দীর্ঘদিন অপেক্ষার পরে গত শুক্রবার উত্তর পূর্ব সীমান্ত রেল এলাকাতে  এনজিপি থেকে চালু হলো ইলেট্রিক ইঞ্জিন বাহি  বৈদ্যুতিক  ইঞ্জিন টানা  ট্রেন । এখন থেকে এনজিপি থেকে কলকাতার মধ্যে  যাতায়াত  করবে শতাব্দী এক্সপ্রেস ,দার্জিলিং মেইল ইত্যাদি । অপরদিকে  মালদহের সঙ্গে ও বিদ্যুৎ চালিত ইঞ্জিনে  টানা প্যাসেঞ্জার ট্রেন জুড়েছে এনজিপির সাথে । সব কিছু ঠিকঠাক  থাকলে আগামী ১৪ জানুয়ারির মধ্যে এনজিপি -হাওড়া  এসি  এক্সপ্রেস ও  বৈদ্যুতিক ইঞ্জিনে  চলাচল শুরু হবে ।