খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল লুধিয়ানার স্টেডিয়ামে মোহনবাগান শ্যামনগরের ছেলে শুভ ঘোষের গোলে হার বাঁচালো পাঞ্জাব এফসির বিরুদ্ধে । ৮০মিনিট অব্দি মোহনবাগান ১-০ গোলে পিছিয়ে ছিল । মোহনবাগান থেকে বাদ পড়া দিপান্ডা ডিকাই স্যামুয়েল সন্দীপের তোলা বলে হাফ ভলি থেকে গোল করে দল কে এগিয়ে দেন । নাওরামের পরিবর্তে নামা শ্যামনগরের শুভ ঘোষ শেষ মুহূর্তে পাঞ্জাবের ডিফেন্ডার এবং গোল কিপারের ভুলবোঝাবুঝির সুযোগে গোল করে হারবাঁচান ।