খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ঠিক ছিল প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর কে আনা হবে ক্রিকেট পরামর্শ দাতা কমিটি তে । কিন্তু মধ্য প্রদেশ ক্রিকেট সংস্থার আজীবন সদস্য সঞ্জীব গুপ্ত কমিটিতে বোর্ডের নীতি নির্ধারক আধিকারিকদের কাছে চিঠি দিয়ে জানান । গম্ভীর বিজেপির নির্বাচিত সাংসদ তিনি বোর্ডের পরামর্শ দাতা কমিটি তে এলে স্বার্থ সংঘাতের প্রশ্নে জড়িয়ে পড়তে পারেন । তার পরেই বোর্ডের ভাবনাতে আসে প্রাক্তন বা হাতি স্পিনার দিলীপ দোষীর নাম যিনি বর্তমানে মুম্বাইতে বসবাস রত ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...