ভারতে এলেন আমাজন কর্ণধার জেফ বেজোস

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : বিক্ষোভের সম্ভাবনা কে সঙ্গী করেই ভারতে পা  রাখলেন আমাজন  কর্ণধার  জেফ  বেজোস। প্রতিযোগিতা  কমিউশন  গতকাল  ই ই কমার্স  সংস্থা আমাজন এবং ফ্লিপকার্টের  বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছিলেন । গতকাল  রাজঘাটে  গান্ধীর সমাধিতে তিনি শ্রদ্ধা জানাতে যান এবং টুইটে  সেই ভিডিও  পোস্ট করেন । অপরদিকে  ব্যবসায়ীদের সংগঠন  সিএআইটির তরফে  সেক্রেটারি জেনারেল  বলেন ,বুধবার দেশের ৩০০ টি শহরে  তাদের সদস্যরা  বিক্ষোভ দেখাবেন ই কমার্স  সংস্থার বিরুদ্ধে ।