টালা ব্রিজের পুনর্নির্মাণের জন্য টেন্ডার ডাকলো পূর্ত দফতর

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  আজ টালা  ব্রিজ  পুনর্নির্মাণের জন্য পূর্তদফতরের তরফ থেকে ডাকা হলো টেন্ডার । টেন্ডার  অনুযায়ী ২৬৪ কোটি টাকা ব্যয়ে তৈরী হবে এই ব্রিজ । পূর্ত দফতরের শর্ত হলো যে কোম্পানি টেন্ডার পাবে  আগামী ১০ বছর তাকেই সেতুটি রক্ষনা বেক্ষনের দায়িত্ব নিতে হবে । সেতুটি তৈরী  হবে চার লেনের  ১.৫ বছরের মধ্যে সেতুর কাজ শেষ করতে হবে  বলে  জানিয়েছে পূর্ত দফতর । সেতুটি  তৈরী হবে দ্বিতীয় হুগলি সেতুর আদলে  “ক্যাবেল  স্টেড ব্রিজ “।