খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভারতের উদীয়মান ক্রিকেটার পৃথ্বীশ শা কাঁধের চোট সরিয়ে ভারত ”এ ” দলের হয়ে নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন। জাতীয় ক্রিকেট একাডেমিতে রিহ্যাবের পরে আবার ফিট হয়েছেন তিনি। বুধবার এক বোর্ড আধিকারিক জানান খুব সম্ভবত শুক্রবার রওনা হবেন তিনি। তিনি একশো শতাংশ ফিট ।