খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:সদ্য নিযুক্ত রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর দেবত্র পাত্র ঋণনীতির মূল দফতরটি ছাড়াও আরো সাতটি বিভাগের দায়িত্বে থাকবেন । গত বৎসর বিরল আচার্যের পদত্যাগ এর পর মঙ্গলবারই ডেপুটি গভর্নরের দায়িত্ব পান দেবব্রত পাত্র। অনান্য ডেপুটি গভর্নর দের ও দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।