খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:মুম্বাইয়ে অভিজাত পালি হিলস এলাকায় নিজের প্রযোজনা সংস্থা খুলল অভিনেত্রী কঙ্কনা রানাউত। যেখানে রয়েছে কঙ্কনার একটি ষ্টুডিও , মোট তার এক্কেবারে নিজস্ব বিষয়। তিনি তার সংস্থার প্রযোজক ও পরিচালক হিসাবে কাজ করবেন। সংস্থার আর্থিক দায়িত্ব সামলাবেন তার ভাই অক্ষিত। সম্প্রতি কঙ্কনার প্রযোজনা সংস্থা ”মণিকর্ণিকা ফিল্মস” উদ্বোধন করেন কঙ্কনা বানাউত । সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তার বোন রঙ্গোলি ।