কলকাতা বইমেলা কর্তপক্ষ শেষ দিনটিকে বাংলাদেশ দিবস হিসাবে পালন করবে

খবর   ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : কলকাতা বই মেলার সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে  বিধাননগর সেন্ট্রাল  পার্কে  যে বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে  তাতে বাংলদেশের  স্বাধীনতার ৫০ বছর উপলক্ষ্যে  শেষ দিনটিকে  বাংলাদেশ দিবস হিসাবে পালন করতে চলেছে । সেই উপলক্ষ্যে  থাকবে একটি বিশেষ আলোচনা সভা ।সাংবাদিকদের বলা  হয় একটি গোটা  প্যাভিলিয়ন  দিয়ে দেয়া হবে বাংলাদেশ প্রকাশকদের যেইখানে থাকবে ৩৮-৪০ টি স্টল  এইবারের বইমেলা তে থিম কাউন্ট্রি  হলো রাশিয়া ।