খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :সুভাষ চন্দ্র বসু তার রাজনৈতিক জীবনের বিশ বৎসরের মধ্যে ১১ বার গ্রেফতার হয়েছিলেন। তাকে গ্রেফতার করে ভারত ও রেঙ্গুনের বিভিন্ন জেলে রেখেছিল তদানন্তীন ব্রিটিশ সরকার। ১৯৩০ সালে তাকে ব্রিটিশ সরকার ইউরোপে নির্ব্বাসন দেয় । ১৯৩৪ সালে ভিয়েনাতে তিনি এমিলি সেঙ্কেলর সাথে পরিচিত হন। এবং ১৯৩৭ সালে তারা ভিয়েনাতে বিবাহ সূত্রে আবদ্ধ হন। এরই মধ্যে তিনি একবার বিপুল ভোট জয়লাফ করে কলকাতা কর্পোরেশ এর মেয়র হয়েছিলেন।