খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :১৫ই আগস্ট ১৯৪৭ সালে ভারতবর্ষ স্বাধীন হলেও তখন দেশের প্রধান হিসাবে ছিলেন ষষ্ঠ জর্জ ও গভর্নর জেনারেল লর্ড লুই মাউন্ট ব্যাটেন । দেশের কোন স্থায়ী সংবিধান ছিলনা। ব্রিটিশ আইনের রদবদল ঘটিয়ে দেশ চলছিল। ১৯৪৭ সালে ২৮ শে আগস্ট ভীমরাও রামজি আম্বেডকর এর নেতৃত্বে কমিটি একটি খসড়া সংবিধান প্রস্তুত করে গণপরিষদে জমা দেয়| ৪ঠা নভেম্বর ১৯৪৭ খসড়া সংবিধান চূড়ান্ত হওয়ার আগে ২ বৎসর ১১ মাস ১৮ দিন ব্যাপী সময় নিয়ে গন পরিষদ এই খসড়া সংবিধান নিয়ে আলোচনার জন্য ১৬৬ বার অধিবেশন ডাকে । বহুবিতর্কের পর এইটি ২৪ শে জানুয়ারী ১৯৫০ সালে স্বাক্ষরিত হয়।