বাজেটে সিনিয়র সিটিজেন scheme কর মুক্ত করার চিন্তা ভাবনা

খবর  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:  সিনিয়র  সিটিজেন  সেভিংস   scheme  একটি  সামাজিক  সুরক্ষা  প্রকল্প। চাকুরী  জীবন  থেকে  ৬০  বৎসর  অথবা  VRS   নিয়ে  ৫৫  বৎসরে  যারা  অবসর  গ্রহণ  করেন  তারা  ৮.৬% সুদে  ১৫ লক্ষ টাকা  পর্যন্ত্য  এই  scheme   এ  টাকা  রুখতে  পারেন। এই  টাকার  সুদ  প্রতি  তিন  মাস  অন্তর  ঐ   ব্যাক্তির  সেভিংস  এজাকাউন্টে  জমা  হয়। এপ্রিল / জুলাই/ অক্টবর/ জানুয়ারী    মাসে  সুদ  প্রাপ্ত  হয়।অর্থমন্ত্রক  ২০০৪  সালের  এই  স্কীমের   পরিবর্ত্তে  ২০১৯  সালে  একটি  নোটিশ   জারী   করেছে। এতে  এর  পূর্ববর্ত্তী  তে  যারা   স্কীমে  যোগ  দিয়েছে  তা  প্রভাবিত  করবে  না । এতে  মিনিমাম  ১০০০  টাকা  থেকে  ১৫  লক্ষ  টাকা  রাখা  যায় । শোনা  যাচ্ছে  এই  বাজেট  সরকার  এর  উপর  প্রাপ্ত  সুদ  কে  আয়কর  মুক্ত  করার  কথা  ভাবনা  চিন্তা  করছে।