চেট্টি র পরবর্ত্তী স্বাধীন ভারতের অর্থমন্ত্রী

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : চেট্টি অবসরের  পরে ১৯৪৯-৫০ সালে  ভারতের  অর্থমন্ত্রী  হন  নেহেরুর  মন্ত্রী  সভার  অর্থমন্ত্রী  জন  মাথাই,  তিনি  সংসদ পত্র  খুব  সুন্দর  ও  সহজ  ও  সরল  ভাষায়  বাজেট  প্রস্তাব  পেশ  করেছিলেন। তিনি  মূল্য স্ফিতি   ও  ভারতের  অর্থনৈতিক  পরিকল্পনা  নিয়ে  সুন্দর  বক্তব্য  পেশ  করেছিলেন।তিনিই  প্রথম  পঞ্চ  বার্ষিকী  পরিকল্পনা  ও  প্ল্যানিং  কমিশন  তৈয়ারী   করেছিলেন।