মধ্যবিত্তর হাতে টাকার যোগান বাড়ানো এই বাজেটের লক্ষ্য

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক:ঝিমিয়ে  পড়া  ভারতীয়  অর্থনীতিকে  টেনে  তুলতে  আগামী  বাজেটের  লক্ষ্য  সাধারণ  মধ্যবিত্ত  ক্রেতার  হাতে  খরচ  করার  মত  টাকা  জুগিয়ে  যাওয়া।  বর্ত্মানে  ইনকাম  ট্যাক্স  সর্বত্র  কমানো  এর  প্রধান  লক্ষ্য। বাজেটের  প্রধান  লক্ষ্য  মধ্যবিত্তের  হাতে  অতিরিক্ত  টাকার  যোগান  বাড়ানো  যাতে  তারা  আরো   বেশী   করে  ভোগ্য  পণ্য  কিনতে  পারে। এবং  এর  ফলে  দেশে  উৎপাদনের  জোয়ার  আসে  ও  বেকারত্ব  কমে। এবং  সর্ব্বোপরি  জি ডি  পি  গ্রোথ    বাড়ে।