খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:আগামী ১ লা ফ্রেব্রুয়ারী সাধারণ বাজেটের সাথে রেলওয়ে বাজেট ও সংসদ এ পেশ করবেন দেশের অর্থমন্ত্রী। সবার আশা রেলওয়ের সম্প্রসারণে ১৮% ব্যয় করা হবে|আশা করা যায় দ্রুত পণ্য পরিবহন এর জন্য ফ্রেট করিডর , যাত্রী সুরক্ষা , স্টেশন ও উন্নত মানের রেলওয়ে পরিষেবা ও রেলওয়ে ক্যাটারিং সার্ভিসকে আরো বিশ্বমানের করা হবে। ২০১৯-২০ সালে সরকার রেলওয়ে বাবদ যে ৬৫,৮৩৭ কোটি টাকা বরাদ্দ করেছিল তা বৃদ্ধি করা ৭২,০০০ কোটি টাকা ঘোষণা করবেন ।
রাজ্য
পাক হামলার যোগ্য জবাব দিলো ভারত
অপারেশন সিঁদুর শুরু করার পরে ভারতীয় সেনা বাহিনী দাপটের সাথে ধ্বংস লীলা চালিয়েছিল ,পাক জঙ্গি ও সেনা ঘাঁটি তে ।গত রাতে ভারতের ১৫ টি...