কার পরামর্শে রেলওয়ে বাজেটকে জেনারেল বাজেট এর সাথে যুক্ত করা হল

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক:নীতী   আয়োগের  এক  দল  বিশেষজ্ঞ  এর  পরামর্শে  বিবেক  দেবরায়ের  নেতৃত্বাধীন  কমিটি  ৯২  বৎসরে  পুরনো   রেলওয়ে  বাজেট  পৃথক  ভাবে  পেশ  করার  প্রথাকে  রদ   করার  সুপারিশ  করেন। এবং  সেপ্টম্বর  ২০১৬  সালে  প্রধান  মন্ত্রী  নরেন্দ্র  মোদী  সংসদ এ   ঐ   ঐতিহাসিক  ঘোষণাটা  করেন, এবং  সুরেশ  প্রভুই  হলেন  শেষ  যিনি  শেষ  রেলওয়ে  বাজেট  সংসদ এ  পেশ  করেছিলেন। ২০১৪  সালে  নরেন্দ্র  মোদী  সরকারের  হয়ে  প্রথম  রেলওয়ে  বাজেট  সংসদ  এ  পেশ   করেছিলেন  মন্ত্রী ভি   ভি  সদানন্দ  গৌড়া।