অটো এক্সপো নিউ দিল্লি

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  আগামী ৭ ফেব্রুয়ারী ২০২০ সালে  শুরু হচ্ছে অটো  এক্সপো  চলবে আগামী ১২ ফেব্রুয়ারী পর্যন্ত । এটি  অনুষ্ঠিত  হবে ইন্ডিয়া  এক্সপো  মার্ট  গ্রেটার  নয়ডা  দিল্লি  এনসিআরে । প্রথম দিন  ৭ ফেব্রুয়ারী  ব্যবসায়ীদের জন্য এটি খোলা থাকবে  সকাল ১১ টা  থেকে রাত্রি ৭ টা  পর্যন্ত । তার পর ৮ ফেব্রুয়ারী থেকে ১২ ফেব্রুয়ারী পর্যন্ত এটি খোলা থাকবে  সকলের  জন্য সকলের  জন্য ,৮-৯ ফেব্রুয়ারী এটি খোলা থাকবে  সকাল ১১ টা  থেকে রাত  ৮ টা  অব্দি , ১০ -১১ ফেব্রুয়ারী এটি খোলা থাকবে সকাল ১১ টা  থেকে রাত  ৭ টা  অব্দি । শেষ দিন এটি খোলা থাকবে সকাল ১১ থেকে রাত  ৬ টা  অব্দি । মেলা শেষ  হওয়ার একঘন্টা আগে এন্ট্রি গেট  বন্ধ করে দেয়া হবে ।