খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এই বছর নয়া দিল্লিতে এই এক্সপো প্রদর্শনীতে গাড়ি প্রস্তুতকারক সংস্থা ল্যান্ড রোভার ,তাদের নতুন রোভার এভোকু হাজির করবেন দর্শকদের সামনে , এই ছাড়াও মারুতি সুজুকি ইন্ডিয়া নিয়ে আসতে চলেছে তাদের ১৭টি প্রোডাক্ট এই মেলায় । তাদের নতুন ইলেকট্রিক কাপ স্টাইল কনসেপ্ট ফিউচারা ই এবং ভিটারা ব্রিজা এবং ইজিনিস নতুন রূপে আসবে এই মেলায় । টাটা মোটোর্স্ তাদের চারটি নতুন প্রোডাক্ট লঞ্চ করবে এই এক্সপোতে তাদের মধ্যে থাকবে দুটি এসইউভি দুটি সেডান এবং একটি হাচব্যাক এই ছাড়াও তাদের ইলেক্ট্রিক্যাল ভেহিকেল নেক্সন ইভি প্রদর্শিত হবে ।
রাজ্য
মুখ্যমন্ত্রীর খেলা ধরে ফেললেন বিরোধী দলনেতা
সম্প্রতি কলকাতা তে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা মিছিল করলো নেতাজির বাড়ি থেকে শ্যামাপ্রসাদের বাড়ি অব্দি । এই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা...