অটো এক্সপো ২০২০

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : গাড়ি  বিক্রির  ঘাটতি  কমাতে  অটো  এক্সপো ২০২০ কালকে শুরু  হলো গ্রেটার  নয়ডা  তে । শুক্রবার থেকে মেলার দরজা খুলে দেওয়া  হয়েছে দর্শকদের  জন্য ।মেলায়  উৎসাহের  অভাব  নেই ,কিন্তু গাড়ি বিক্রির  পলে হাওয়া  কি লাঘবে  সেটি  লাখ  টাকার  প্রশ্ন ।গাড়ি বিক্রি  মূলত নির্ভর করে পরিকাঠামো  এবং  গ্রামীণ অর্থনীতির  উপর । বিশেষজ্ঞ মহলের ধারণা  ২ চাকা ,৪  চাকা  ও বাণিজ্যিক  গাড়িগুলির বিক্রি বাড়তে  আরো কিছুটা সময় লাগবে ।