নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : দিল্লির ৭০ আসন বিশিষ্ট বিধানসভা নির্বাচনের জন্য আজ সকাল ৮ টা থেকে চলছে ভোট গ্রহণ ।ফল বেরোবে আগামী ১১ ই ফেব্রুয়ারী । দিল্লির ভোটের জন্য উত্তর প্রদেশ তথা হরিয়ানার একাধিক বুথ কে স্পর্শকাতর বলে চিন্নিত করা হয়েছে ।ভোট হবে ১৩,৭৫০ টি বুথে ।ভোটারের সংখ্যা হলো ১ কোটি ৪৭ লক্ষ্য ৮৬ হাজার ৩৮২ জন । কংগ্রেস ও বিজেপি উভয়েই ৬৬ টি আসনে প্রার্থী দিয়েছে এবং আপ দিয়েছে ৭০ টি আসনে ।এখন প্রশ্ন কে আসবে ক্ষমতায় ।