২১ সে ফেব্রুয়ারী মাতৃ ভাষা দিবস

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :এটি  বাংলাদেশের জনগণের কাছে একটি গৌরব  উজ্জ্বল দিন । এটি শহীদ  দিবস ও আন্তর্জাতিক  মাতৃ  ভাষা দিবস  হিসাবে  সুপরিচিত । বাঙালি  জনগণের ভাষা আন্দোলনের গৌরব  উজ্জ্বল  স্মৃতি  বিজড়িত একটি দিন হিসাবে এইটি  চিন্নিত  হয়ে আছে । ১৯৫২ সালে ২১ সে ফেব্রুয়ারী ৮ই ফাল্গুন ১৩৫৮ বাংলা কে পূর্ব পাকিস্তানের  অন্যতম  রাষ্ট্রভাষা  করার  দাবিতে  আন্দোলন রত  ছাত্রদের উপর  পুলিশ  গুলি বর্ষণ করে  শহীদ  হন  রফিক ,জব্বর ,সফিউল ,বরকত সহ  অনেক ছাত্র ।