খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :এটি হচ্ছে হিন্দু সৈব সম্প্রদায়ের নিকট একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান । এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসে কৃষ্ণ পক্ষে চতুর্দশী তিথিতে পালিত হয় । মহাশিবরাত্রি হলো হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি । অন্ধকার ও অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয় । অগণিত ভক্ত এই দিন শিবলিঙ্গে গঙ্গা জল ,দুধ ,বেলপাতা ,ফুল দিয়ে পুজো করে থাকে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...