খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : হিন্দু ধর্মের সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ট ব্রত হলো মহাশিবরাত্রি ব্রত । ব্রতের আগের দিন ভক্ত গণ নিরামিষ আহার করে থাকেন । রাতে বিছানা তে না শুয়ে মাটিতে সোয়া হয় ।ব্রতের দিন ভক্তরা সম্পূর্ণ উপবাসী থাকে । তার পরে রাত্রি বেলা ৪ প্রহরে শিবলিঙ্গ কে দুধ ,দই,গৃহ ,মধু ও গঙ্গা জল দিয়ে স্নান করানো হয় । তার পরে বেল পাতা , নীলকণ্ঠ ফুল , ধুতুরা ,আকন্দ,অপরাজিত ,প্রভৃতি ফুল দিয়ে পুজো করা হয় করা হয় এবং ওং নমঃ শিবায় এই মহামন্ত্র জপ করা হয় ।