ভারতবর্ষের ১২ টি জ্যোতিরলিঙ্গে মহাশিবরাত্রি ধুমধামের সাথে পালিত হয়

খবর ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : সারা  ভারত জুড়ে  কাশ্মীর থেকে কন্যাকুমারিকা ,গুজরাট থেকে অরুণাচল  ১২ টি জ্যোতির্লিঙ্গ  ও তার মন্দির সারা দেশে  ছড়িয়ে আছে । এই সমস্ত শিবমন্দিরে  এই দিন  পূজা চলে তান্ত্রিকেরা  সিদ্ধি লাভের  জন্য বিশেষ সাধনা করে মহাশিবরাত্রি  সাধারণত ইংরেজি  মাসের ফেব্রুয়ারী অথবা  মার্চ মাসে  পালিত হয়ে থাকে ,হিন্দু পুরান অনুযায়ী এই রাত্রেই শিব  ও পার্বতীর বিবাহ হয়েছিল ,এই দিনেই  শিব সৃষ্টি ,স্থিতি ও প্রলয়ের মহাতান্ডব নৃত্য করেছিল ।