খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভারতবর্ষে মহাশিবরাত্রির অনুষ্ঠান মহাধুমধামে পালিত করা হয় ভারত বর্ষের ১২ টি জ্যোতিরলিঙ্গ মন্দিরে । এই গুলি হলো ১)সোমনাথ ২) মল্লিকার্জুন ৩)মহাকালেশ্বর ৪) ওঙ্কারেশ্বর ৫) কেদারনাথ ৬)ভীমশঙ্কর ৭) বিশ্বেশ্বর ৮) ত্রম্বকেশ্বর ৯) বৈদ্যনাথ ১০)নাগেশ্বর ১১) রামেশ্বর ১২)ঘুষেশ্বর ।প্রচুর মানুষের সমাগম হয় এই দিন ওই জ্যোতিরলিঙ্গের মন্দিরে প্রত্যেকের ইচ্ছে হলো পুজো এবং লিঙ্গের স্পর্শ লাভ করা ।