খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আজ ভাষা দিবস উপলক্ষে কলকাতা মেতে উঠেছে সেই ঢাকার ২১ সে ফেব্রুয়ারী মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে । ময়দানে মাতৃ ভাষা দিবস উপলক্ষে গতকাল সাফসুত্র করা হচ্ছিলো ভাষা শহীদ স্মারক বেদি ।বর্তমানে সারা ভারত জুড়ে প্রায় ১০ কোটি বাঙালি কিন্তু মাতৃ ভাষা নিয়ে তারা কতটা সচেতন অথবা মাতৃভাষার উপর তাদের মানসিকতা নিয়ে প্রশ্ন রয়েই গিয়েছে । তবে গুগুল এবং আরো একটি সংস্থার যৌথ ভাবে করা তিন বছর আগের একটি সমীক্ষা তে দেখা যায় সারা ভারত জুড়ে প্রাদেশিক ভাষার মানুষের নেট ব্যবহারের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...