আই লিগে দ্বিতীয় ডিভিশনে জয়ের হ্যাটট্রিকে মোহামেডান

খবর   ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : গতকাল  কল্যাণী স্টেডিয়ামে  দীপেন্দু  বিশ্বাসের  দল  মোহামেডান  ৪-০ গোলে  হারালো  চেন্নাইন এফসির রিসার্ভ দলকে । গোল করেন  মোহামেডানের  হয়ে সঞ্জীব ঘোষ  জন চিডি  জাঁস্কারপ্রীত সিংহ এবং বলবিন্দর  সিংহ । ভবানীপুর  এবং বেঙ্গালুরু  রিসার্ভ  দলকে  হারানোর পরে এটি তৃতীয় জয় । দীপেন্দু  বিশ্বাস  বলেন  চেন্নাইয়ের দলটি সম্মন্ধে আমাদের কোনো ধারণা ছিলনা ছেলেরা  যা খেলছে  আমরা  আইলিগের  মূলপর্বে  খেলার  ব্যাপারে  আশাবাদী ।