গদাধর চট্টোপাধ্যায় ওরফে রামকৃষ ও তার কর্মকোলাপ

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : গদাধর  চট্টোপাধ্যায়  ওরফে রামকৃষ   গ্রামীণ পশ্চিমবঙ্গের এক দরিদ্র  বৈষ্ণব  ব্রাহ্মণ  পরিবারে  জন্মগ্রহণ করেছিলেন ।পরে কলকাতার  জমিদার  রান রাসমণির আহবানে  তার দক্ষিণেশ্বরের কালীবাড়িতে  পৌরোহিত্য  গ্রহণ করে বঙ্গীয়  তথা  ভারতীয় শক্তিবাদের  প্রভাবে তিনি কালির আরাধনা শুরু করেন ,তার গুরু  ভৈরবী  ব্রাহ্মণী ,তোতাপুরি  ও গোবিন্দরায় ।তার দর্শন  ছিল অদৈত্যঃ বেদান্ত ,ভক্তি  ও  তন্ত্রসাধনা ।