রামকৃষ দেব ও গ্রামীণ শিক্ষা

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : শ্রীম  লিখিত  রামকৃষ কথামৃত  হচ্ছে  গিয়ে পশ্চিমবঙ্গের আঞ্চলিক গ্রামীণ  ভাষা  তে  ছোট  ছোট  গল্পের  মাধ্যমে  উদাহরণ  স্বরূপ তার ধর্মীয় শিক্ষা  যা সাধারণ জন্মানুষে  বিরাট প্রভাব  বিস্তর  করে আসছে ।প্রথাগত দৃষ্টিভঙ্গিতে  অশিক্ষিত  হলেও  বাঙালি  বিদ্দ্যজন সমাজ  শিক্ষিতমধ্য বিত্ত  সমাজের সম্ভ্রম আদায়ে তিনি সক্ষম  হয়েছিলেন । ১৮৭০ দশকের  মধ্যম  ভাগ থেকে পাশ্চাত্য  শিক্ষাতে  শিক্ষিত  বুদ্ধিজীবীদের  নিকট  তিনি হয়ে ওঠেন  হিন্দু ধর্ম  পুনর্জাগরণের কেন্দ্রীয়  চরিত্র ।