খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:ওড়িষ্যা রাজ্যে গ্রামেগঞ্জে ও কিছু আধা শহরেও দোল যাত্রার দিন শঙ্খ ধ্বনি , উলুধ্বনি দিয়ে নারী পুরুষ নির্বিশেষে ” জয় জয় হ্রী বল ” ধ্বনি দিয়ে শহর ও গ্রামে দোল ও কৃষ্ণের মূর্ত্তিতে আবির ও ফুল ছড়িয়ে প্রদক্ষিণ এর রীতি আছে। মেয়েরা বাড়ীর উঠান গোবর জল দিয়ে শুদ্ধ করে এবং ফুল ও সাজসজ্জা করে দোলা নিয়ে নগর পরিক্রমা করে ভগবান কৃষ্ণকে বিশেষ করে ” বাল গোপালকে ” দুধ , দই, মাখন , দিয়ে আপ্যায়ন করা হয়।