বাংলায় দোল পূর্ণিমা

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:বাংলায়  দোল  পূর্ণিমা  অনেক  তাৎপর্য্য  পূর্ন   এই  কারনে  কেননা  ঐ   দিনটি  মহাপ্রভু  চৈতন্য  দেবের  জন্ম দিন। তিনি  বাংলার  নদীয়া  জেলার  নবদ্দীপ   মহকুমায়  জন্মেছিলেন  ১৪৮৫   খ্রিস্টাব্দে  এবং  পুরীতে  তার  প্রয়াণ   হয়  ১৫৩৩  খ্রিস্টাব্দে ।  তিনি  ছিলেন  এক  মহান  বৈষ্ণব  ধর্মীয়  মহাগুরু।  তিনি  রাধা ও  কৃষ্ণের  মিলন  কে  এক  মহা  উচ্চতায়  নিয়ে  গিয়েছিলেন| চৈতন্য  দেবের  ভক্তরা  মনে  করেন  তিনি  ছিলেন  আধুনিক  যুগে  অথবা  কলি  যুগে  শ্রী কৃষ্ণের  অবতার।