খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:দোলের চতুর্থ দিনটি হল সেউরি । সেই দিনটি ভগবান কৃষ্ণ তার স্ত্রী ঘুনাচার ঘর থেকে মাতা লক্ষীর ঘরে চলে যান। ভক্তরা তাকে দোলনায় তুলে বাদ্য যন্ত্র বাজিয়ে সেখানে নিয়ে যায়। যখন শোভাযাত্রা কীর্ত্তন ঘরে প্রবেশ করে তখন ভক্তরা একে অপরের উদ্দেশ্যে আড়ি ছুড়ে আনন্দ করে। কিন্তু মা লক্ষীর ভক্তরা বাশ দিয়ে তাদের পথকে রুদ্ধ করে দে । কিন্তু ভিড়বান কৃষ্ণের ভক্তরা ওই বাশ ভেঙ্গে কীর্ত্তন ঘরে প্রবেশ করে। সেই সময় কৃষ্ণ ও মা লক্ষীর ভক্তদের মধ্যে বাক যুদ্ধ হয়। অবশেষে ভগবান কৃষ্ণ মা লক্ষীর কাছে পরাজয় স্বীকার করে সন্ধির প্রস্তাব দে।এবং মা লক্ষীকে টাকা পয়সা ও গহনা দিয়ে শান্ত করেন। এর পরেই দোল উৎসবের সমাপ্তি হয়।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...