খবরঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কংগ্রেস দল দাবী করেছিল তার দলের ২২ জন বিধায়ককে জোর করে আটক করে রাখা হয়েছে বেঙ্গালুরুতে। বিজেপী দল অপহরণ করেছে মধ্যপ্রদেশের বিধায়ক দের । আজ সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির আগে বিদ্রোহী কংগ্রেস বিধায়করা সাংবাদিকদের জানান ” কমলনাথ সরকারের কাজে আমরা অসুন্তুষ্ট তাই আমরা পদত্যাগ করেছি। এতে কারো কোন হাত নেই।