করোনা সমস্যা বাড়িয়েছে সিলেবাস নিয়ে

খবরঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাজ্যের  মুখ্যমন্ত্রী  মহামারী  ক্রোনা  থেকে  বাঁচাতে  রাজ্যের  স্কুল  কলেজ  ও  শিক্ষা  প্রতিষ্ঠান  গুলির  ছুটি  বাড়িয়ে  ১৪  ই  এপ্রিল  পর্যন্ত্য  ঘোষণা  করেছেন।  আর  এর  ফলেই  সিলেবাস  শেষ  করা  নিয়ে  প্রশ্ন  উঠেছে  শিক্ষক  মহলে।  পঠন  ও  পঠনের  এই  সমস্যা  কি  ভাবে  দূর  করা  যায়  তা  নিয়েই  চিন্তিত  শিক্ষক  ও  অভিভাবক  এপ্রিলে  বিভিন্ন  ক্লাসের  পরীক্ষাই   বা  কি  করে  সম্ভব  তা  নিয়েই  চিন্তিত  তারা।