লকডাউন ভেঙে গ্রেপ্তার ২৫৫ জন

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : সরকারের তরফ থেকে জানানো  হয় ,সোমবার বিকেল থেকে আগামী ২৭ মার্চ  রাত  ১২ টা  অব্দি  লকডাউন  চলবে সারা রাজ্যে ,নিয়ম ভঙ্গ করলে মিলবে শাস্তি । এমনটা জানিয়েছেন কলকাতার  পুলিশ  কমিশনার তার টুইটে । টুইটে  তিনি আরো বলেন লকডাউন  আইন ভঙ্গ  করার অপরাধে কলকাতা থেকে গ্রেপ্তার  করা হয়েছে ২৫৫ জন কে । তিনি জনগণ কে ঘরে থাকার অনুরোধ জানান । নিজে সুস্থ্য থাকুন অপরকে সুস্থ্য রাখুন ।