হু কর্তার আশা করোনা ভাইরাসের প্রতিষেধক ও প্রতিরোধ তৈরী হবে ভারত থেকেই

খবর   ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  ভারত  যথেষ্ট  জনবহুল দেশ , মহামারী  মোকাবিলার মত  ক্ষমতা  তাদের হাতে রয়েছে অতীতে  স্মল  পক্স  ও পোলিওর  মত মহামারীর  বিরুদ্ধে লড়াই  করে সফল হয়েছে ভারত । তবে তিনি বলেন ভারতে  করোনা  পরিস্থিতির মোকাবিলাতে  ল্যাবরেটারী  আরও বাড়ানো  উচিত । তাকে করোনা  নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন এই প্রশ্নের  জবাব দেয়া খুব শক্ত এখন অব্দি ৩ লক্ষ্য  ৭২ ,৫৫৭ জন এই রোগে আক্রান্ত  হয়েছেন এবং মৃত্যু হয়েছেন ১৬,৩১২ জনের । অর্থাৎ মৃত্যুর পরিমান  মোট আক্রান্তের ৪% একটু বেশি`।