খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভারতে তৃতীয় বেসরকারি বৃহ্যতম ব্যাঙ্কে এক্সিসের তরফে তাদের সিই ও কাম এমডি অমিতাভ চৌধুরী জানান । তারা ১০০কোটি টাকা সরিয়ে একটি তহবিল বানিয়েছেন কোরোনাভাইরাস ছড়িয়ে যাওয়া আটকাতে এবং এই তহবিলের টাকা ব্যবহার করা হবে গ্রাহক ,কর্মী ,ভেন্ডার এবং সরকারি এজেন্সি তথা সামগ্রিক ভাবে গোটা সমাজের কল্যানে । এই সময় সেভিংস ,কারেন্ট একাউন্ট এবং প্রিপেইড কার্ডের গ্রাহকদের লেনদেনের সময় বেশ কিছু চার্জ না পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে ।