নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সূত্রের খবর বাতিল হয়ে যেতে পারে উইম্বলডন টেনিস প্রতিযোগিতা বাতিল হতে পারে ।প্রথমে ঠিক ছিল যে ২৯ সে জুলাই ২০২০থেকে ১২ই অগাস্ট ২০২০ পর্যন্ত হবে উইম্বলডন টেনিস প্রতিযোগিতা ।কিন্তু টেনিস মহলে কান পাতলে সোনা যাচ্ছে করোনা ভাইরাসের জন্য সেই প্রতিযোগিতা বাতিল হতে পারে ,বুধবার হয়তো তার সরকারি ভাবে ঘোষণা হতে পারে ।ফ্রান্সের একটি দৈনিক কে দেয়া সাখ্যাতকারে জার্মান টেনিস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট বলেন ইটা কোনো গুঞ্জন নয় আগামীকাল তা বোঝা যাবে ।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...