সরকারের ত্রাণ ও রিসার্ভব্যাঙ্কের সুদ চাটাই শেয়ার বাজারের পতন হলো গতকাল

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  গতকাল  সরকারের ত্রাণ  ও রিসার্ভ  ব্যাঙ্কের  সুদঃ চাটাইয়ের  পরে সেনসেক্স ১৩৭৫ পয়েন্ট নেমে এসে দাড়ায় ২৮,৪৪০.৩২ অঙ্কে । পাশাপাশি  নিফটি  ৩৭৯ পয়েন্ট নিচে এসে দাঁড়ায় ৮২৮১ তে । ডলারের  নিরিখে  টাকার দামের  বড় পতন হয় ।দিনের শেষে ১ ডলার  এসে দাঁড়ায়  ৭৫.৫৯ টাকায় । বিশেষজ্ঞ রা বলেন কোরোনার  ভয়ে লগ্নিকারীরা  শেয়ার বেঁচে  চলেছেন এর উপরে  ভারতের  বৃদ্ধির পূর্বাভাস  চাটাইয়ের ইঙ্গিত দিয়েছেন  মূল্যায়ন সংস্থা  গুলি এর জন্য এই পতন ।