করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া লোকেদের রাখা হয়েছে সাধারণ ওয়ার্ডে

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  হাওড়া  জেনারেল  হাসপাতালে  কর্তব্যরত  নার্স রা  যেই সমস্ত রোগীরা  করোনা  উপসর্গ  নিয়ে হাসপাতালে  ভর্তি হচ্ছেন তাদের আইসোলেশন ওয়ার্ডে  না রেখে  জেনারেল ওয়ার্ডে  ভর্তি করছে  প্রশাসন এর বিরুদ্ধে  বিক্ষোভ দেখিয়ে সাময়িক ভাবে কাজ বন্ধ করে দিলেন  এর পাশাপাশি তারা  অভিযোগ  করেন যে সংক্রমণের  প্রভূত আশঙ্কা  থাকা সত্ত্বেও  নার্সদের  দেয়া হচ্ছে বিশেষ পোশাক ও স্যানিটাইজার  বার বার  বলেও কোনো লাভ  না হওয়াতে সুপারের ঘরের  সামনে তারা বিক্ষোভ দেখান ।