খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এইবার মুখ্যমন্ত্রীর আপৎকালীন ত্রাণ তহবিলে অর্থ সাহায্য করলো অষ্টম শ্রেণীর ছাত্র সবুজ হালদার । ছেলেটি ডায়মন্ড হারবার দুই নম্বর ব্লকের সরিষার ভূষণার বাসিন্দা ,পরে পানাকেশী হাইস্কুলের অষ্টম শ্রেণীতে বাবার আছে একটি চায়ের দোকান । সে একটি ভারে তিলে তিলে জমিয়ে ছিল ১৩০০ টাকা । তার জমানো অর্থ যে এত বড় কাজে লাগবে ভাবেনি সেই বুধবার তার সেই অর্থ সে তুলে দিলো ডায়মন্ড হারবার প্রশাসনিক কর্তাদের হাতে ।