কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নির্দেশ

খবর    ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :কেন্দ্রীয়  মানব সম্পদ  উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল  বলেন  করোনা ভাইরাসের কারণে  বর্তমান পরিস্থিতি বিবেচনা  করে আমি  সিবিএসসি  কর্তৃপক্ষ কে ক্লাস ১ থেকে ক্লাস ৮ অব্দি সমস্থ ছাত্র ছাত্রীকে পরিবর্তী ক্লাসে  অথবা গ্রেডে  উন্নীত  করার পরামর্শ  দিয়েছি । তার  পরে  কেন্দ্রীয় মানব সম্পদ  উন্নয়ন মন্ত্রক এক নির্দেশিকা জারি করেন  এছাড়াও স্কুল ভিত্তিক  মূল্যায়নের  মাধ্যমে পরবর্তী শ্রেণীতে উন্নীত করে দেয়া হবে ।