খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের একটি চাঞ্চল্যকর রিপোর্টে সারা দেশ নড়ে চড়ে বসেছে এমনিতেই সারা বিশ্ব হিমশিম খাচ্ছে করোনা ভাইরাসের মোকাবিলা করতে গিয়ে। আইসিএমআরের গবেষণা তে উঠে এসেছে দেশের চারটি রাজ্যের দুটি প্রজাতির বাদুড়ের মধ্যে করোনা ভাইরাসের হদিস পাওয়া গেলো । যদিও এর আগে থেকেই অনেকে আশঙ্কা করেন যে করোনাভাইরাসের সঙ্গে বাদুড়ের কোনো যোগসূত্র থাকতে পারে ।১৩ এপ্রিলপ্রকাশিত একটু গবেষণা তে গবেশক রা বলেছেন ২০১৮-১৯ সালে সংগ্রহীত মিডিয়া শক বাদুড়ের লালারস নিয়ে পরীক্ষা চালান তারা সেইখানে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে ।রাজ্য চারটি হলো কেরল ,পুদুচেরি ,তামিল নাড়ু এবং হিমাচল ।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...