সেরে উঠলেন মধ্যমগ্রামের করোনা আক্রান্ত তৃণমূলের কাউন্সিলর আজ তার ছুটি হলো

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : করোনাভাইরাসে  আক্রান্ত হয়েছিলেন মধ্যমগ্রামের ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল  কাউন্সিলর তথা  পুরসভার ভাইস চেয়ারম্যান অরবিন্দ  মিত্র  তার চিকিৎসা চলছিল বেলেঘাটা আইডি  হাসপাতালে । তার শরীরে আর  কোরোনার  চিহ্ন  না থাকায়  আইডি  হাসপাতাল আজ  তাকে  ছুটি  দিলো ।উল্লেখ্য  অরবিন্দ বাবু মার্চের শেষের দিকেই সর্দি  জ্বরে ভুগছিলেন  পরে  বাড়াবাড়ি হওয়াতে তাকে বাইপাসের একটি হাসপাতালে ভর্তি  পরে  আইডি  হাসপাতালে আসেন ।